এটি একটি দোতলা বিশিষ্ট অফিস ভবন। এটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হিসাবে পরিচিত। এই ভবনে প্রবেশের পরই উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কক্ষ, তার পশ্চিম পাশে ভেটেরিনারি সার্জনের কক্ষ, তার পশ্চিমে স্টোর রুম, তার পশ্চিমে টয়লেট, টয়লেটের বিপরীতে অফিস কক্ষ, তার পূর্বে ভেটেরিনারি মাঠ সহকারীদের কক্ষ, তার পূর্বে কম্পাউন্ডারের কক্ষ এবং সর্বশেষে কৃত্রিম প্রজনন কক্ষ। দপ্তরের আওতায় মোট জমির পরিমাণ ০.৬৬ একর।